সুলতান আহমেদ সোনা।- রংপুরের পীরগঞ্জ উপজেলায় যত্রতত্র গড়েছে ইটভাটা। অভিযোগ রয়েছে পরিবেশ পারিপার্শ্বিকতার তোয়াক্কা না করে জনবসতিপূর্ণ এলাকায়, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইট ব্যবসায়ীরা ভাটা প্রতিষ্ঠা করেছেন।
নিষেধ থাকলেও এখনো টপ সয়েল যাচ্ছে ইট ভাটায়! সেই সাথে ভাটাগুলোতে কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ।
দুঃখজনক হলেও সত্য, এ সব বিষয় যাদের দেখার ও ব্যবস্থা নেয়ার কথা রহস্যজনক কারণে তারা এদিকে নজর দিচ্ছেন না ব্যবস্থাও নিচ্ছে না!
Leave a Reply