বজ্রকথা প্রতিনিধি।- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর চেহেলগাজী স্কুল এন্ড কলেজে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা এবং দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ রবিবার দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রতিষ্ঠানের মুক্তমঞ্চে কর্মসূচিসমূহ পালন করে স্কুল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাকিল আহম্মেদ এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারি শিক্ষক মো. ওবায়দুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক মো. আফজাল হোসেন, সনৎ কুমার চক্রবর্তীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এরপর অত্র প্রতিষ্ঠানের জামে মসজিদের খতিব মো. মাহবুর রহমানের পরিচালনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।
Leave a Reply