রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

পীরগঞ্জে কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি।- এক দেশ এক রেট, বাঁচলে কৃষক বাঁচবে দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পীরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ রংপুর জেলা শাখার উদ্যোগে সকাল ১১ টায় এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। যে কৃষক যোগায় ক্ষুধায় অন্ন, সে কৃষক আজ কেন বিপন্ন, সারাদেশে সকল কৃষকের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্য বদ্ধ হন। এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধনে কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ রংপুর জেলা সংগঠক মনিরুজ্জামান তালুকদার, পীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মমিনুর রহমান মন্ডল বক্তব্য রাখেন। তারা বলেন- কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা। বীজ, সার কীটনাশক সিন্ডিকেট মুক্ত করা। প্রতি উপজেলাতে কোল্ডস্টোরেজ এর ব্যবস্থা করা। ক্ষতিগ্রস্থ কৃষকের কৃষি ঋণ ও সুদ মওকুফের ব্যবস্থা করা। বয়স্ক, পঙ্গু অসহায় কৃষকের কৃষক ভাতা এবং পেনশন চালু করা। উপজেলা পর্যায়ে কৃষক বাজার তৈরি করা, সরাসরি ভোক্তার কাছে মালামাল বিক্রি করার ব্যবস্থা করা। উৎপাদন খরচ কমাতে বিনামূল্যে কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা করা। কৃষি পণ্য চলাচলে রেল বগি বরাদ্দ ও টোল প্রথা বিলুপ্ত করা। কৃষকের আর্থিক সক্ষমতার বৃদ্ধিতে ফসল ভিত্তিক লোন ব্যবস্থা চালু করা প্রয়োজন। তারা আরও বলেন-প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে কৃষকদের জন্য কৃষি বীমা চালু করতে হবে। উক্ত মানববন্ধনে কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ এবং পীরগঞ্জের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com