পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের পরিবারের পক্ষে বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ/২৫খ্রি: বৃহস্পতিবার উপজেলার জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ আবু সাঈদের পিতা মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোওয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি মোঃ শওকত আলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-আর-রশিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রংপুর জেলা আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক, শহীদ আবু সাইঈ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক আবু হোসেন প্রমূখ।
ইফতারের আগে শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত বক্তারা শহীদ আবু সাঈদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
Leave a Reply