শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে পীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩০ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে সোমবার বিকেলে পীরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
মিছিলটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টান্ডের আন্ডারপাসে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাকিরসহ, বিভিন্ন প্রতিষ্ঠান,রাজনৈতিকদল ও ছাত্রসংগঠনের নের্তৃবৃন্দ।
মিছিল পূর্বক হেফাজতে ইসলামের পক্ষ থেকে মাওলানা রেজাউল করিম বলেন, বলার কিছু নাই, আজকে আমাদের মুসলমানদের ওপর ইহুদিদের আক্রমন। মসজিদে আকসা ধ্বংস করে দিয়েছে। আর আমরা মুসলমান হিসেবে ঘরে বসে থাকবো এটা হতে পারে না। আমরা চুপ থাকার কারণে আজ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা পীরগঞ্জ থেকে দূর্বার আন্দোলন গড়ে তুলবো। এখান থেকে আমরা ছাত্র,শিক্ষক,এলাকাবাসীসহ সকলে মিলে আন্দোলনে অংশ গ্রহন করবো। এই পীরগঞ্জ থেকেই আন্দোলনের সুতিকাগার হবে। এই আন্দোলনই হবে গাজা তথা ফিলিস্তানি বিজয়ের আন্দোলন। এ ছাড়াও বক্তারা ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com