বজ্রকথা প্রতিবেদক।– বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের এইচএসসি (বিএমটি) একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ কেন্দ্র সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হচ্ছে।
এই কেন্দ্রে এবার মাদারহাট টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ও পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ এর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ এর অধ্যক্ষ কেন্দ্র সচিব মোঃ খলিলুর রহমান বজ্রকথাকে জানিয়েছেন, তার কেন্দ্রে দু’কলেজের মোট ৩৬৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন তবে ৭ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় ১জন অনুপস্থিত ছিল।
তিনি আরো জানান, প্রথম বর্ষের চলমান পরীক্ষায় মাদারহাট টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৪৯জন এবং দ্বিতীয় বর্ষের ৬৪জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। অপর দিকে প্রথম বর্ষের পরীক্ষায় পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ এর ১১৬ জন এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ১৪৪জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
Leave a Reply