বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির স্মরণসভা দিনাজপুর   উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের   মে দিবস পালন জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর আয়োজনে মহান মে দিবস পালিত বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের মহান মে দিবস উদযাপন দিনাজপুরের ফুলবাড়ীতে বৃষ্টির জন্য ইস্তেসখার নামাজ অনুষ্ঠিত পার্বতীপুরে মে দিবস পালিত ঘোড়াঘাটের বিএনপি নেতা হযরত আলী মন্ডল আর নেই  পীরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল কালোবাজারে উদ্ধার ৬২ বস্তা খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য- প্রধানমন্ত্রী ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবীতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ আরও দানা বাঁধছে

বন্ধুরূপে আবির্ভূত কিশোরগঞ্জ জেলা পুলিশ মাশরুকুর রহমান খালেদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৫৫০ বার পঠিত
কিশোরগঞ্জ জেলা পুলিশ মাশরুকুর রহমান খালেদ

কটিয়াদী(কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস : করোনাভাইরাসের এই মহামারিতে বন্ধুরূপে আবির্ভূত হয়েছেন কিশোরগঞ্জ জেলা পুলিশ বাহিনীর সদস্যরা। করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষকে ঘরে রাখতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। আর এ কাজে নেমে রীতিমতো অসহায় মানুষের ত্রাতারূপে আবির্ভূত হয়েছেন পুলিশ সদস্যরা। যে কোনো সমস্যায় এখন সবার আগে কাছে পাওয়া যাচ্ছে পুলিশকেই। জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, করোনা যুদ্ধে আমরা সবসময় আছি এবং সবাইকে নিয়ে যেন এ যুদ্ধে জয়ী হতে পারি। পুলিশের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করে যাচ্ছি এবং করব। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময়ও পুলিশ বুক পেতে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন, আত্মোৎসর্গ করেছেন। এবারও করোনা মহামারি যুদ্ধে শামিল হয়েছে পুলিশ। যতদিন করোনা থাকবে ততদিন পুলিশ বীরত্বের সঙ্গে এই যুদ্ধের মোকাবেলা করবে। বিভিন্ন সূত্র জানায়, কিশোরগঞ্জে কে খাদ্য সংকটে রয়েছেন খোঁজ নিয়ে খাবার নিয়ে হাজির হওয়া, ওষুধ পৌঁছে দেওয়া, করোনা সন্দেহে যখন প্রতিবেশীরাও মৃত ব্যক্তির কাছে ভিড়ছে না তখন সেই পুলিশই দাফন কাফন করাসহ পাশে দাঁড়িয়েছেন পরম মমতায়, রাস্তায় রাস্তায় ভাসমান মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া- কী না করছেন পুলিশ সদস্যরা! করোনাভাইরাসকে ঘিরে জাতির এই মহাদুর্যোগে সেই পুলিশ কোনোরকম প্রকল্প ছাড়া নিজে নিজেই আমূল বদলে যাচ্ছে, গড়ে তুলছে আলাদা ভাবমূর্তি। হয়েছে জনগণের বন্ধু। প্রমাণ করছে পুলিশই জনতা এবং জনতাই পুলিশ। কিশোরগঞ্জ জেলা পুলিশ কার্যালয় সূত্র জানায়, ২১ সদস্যের কুইক রেসপন্স টিমে ৫ সদস্য বিশিষ্ট মেডিকেল সাপোর্ট টিম রয়েছে। কুইক রেসপন্স টিম ২টি শিফটে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করবে। সার্বক্ষণিক একটি এ্যাম্বুলেন্স এবং ৩টি গাড়ি রেসপন্স টিমের সহায়তার জন্য দেওয়া হয়েছে। করোনা প্রাদুর্ভাব শুরুর দিকে সচেতনতামূলক কার্যক্রম, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ের মাধ্যমে লকডাউন নিশ্চিত করা, হোম কোয়ারান্টিন নিশ্চিত করা, বিদেশ ফেরতদের হোম কোয়ারান্টিন, যে কয়েকটি জায়গায় আইসোলেশন সেন্টার হয়েছিল সে সমস্ত জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করা, বাজার মনিটরিংয়ের মাধ্যমে পণ্যের মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, তৃতীয় লিঙ্গ, বেদে পল্লী, নিম্নবিত্ত, মধ্যবিত্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান, ঈদে লুঙ্গি শাড়ি, সেমাইসহ বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী বিতরণ, পুলিশ বাহিনীতে যারা আছে তারা যেন তাদের কর্তব্য সঠিকভাবে পালন করতে পারে সে লক্ষ্যে সুরক্ষা সামগ্রী দেওয়া হচ্ছে, প্রতিটি থানায় স্প্রে মেশিন, থার্মাল গান, বেসিন স্থাপন, জীবাণুনাশক ঔষধ সরবরাহ করা হচ্ছে এবং ৫টি জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। সদস্যদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য জিংকসহ বিভিন্ন ঔষধ সরবরাহ করা হচ্ছে। জানা যায়, জেলা পুলিশের মোট আক্রান্তের সংখ্যা ৫৬ জন। পুরুষ ৫১ জন, নারী ৫ জন। যার মধ্যে সুস্থ হয়েছে ৪৮ জন। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮৭ জনের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com