শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

ওয়ার্ল্ড ভিশনের পীরগঞ্জ এরিয়া প্রোগামের সমাপনী অনুষ্ঠান

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার পঠিত
বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।– টানা পনেরো বছর নানা ক্ষেত্রে উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা শেষে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রংপুরের পীরগঞ্জ থেকে চলে যাচ্ছে।
এ উপলক্ষ্যে ১১ আগস্ট/২৫খ্রি: সোমবার উপজেলা পরিষদ হলে ধন্যবাদ জ্ঞাপন ও পীরগঞ্জ এরিয়া প্রোগামের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছিল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খাদিজা বেগম, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন এর ন্যাশনাল ডাইরেক্টর মিঃ সুরেশ বাটলেট, ওয়ার্ল্ড ভিশন এর অন্যতম প্রধান কর্মকর্তা মিঃ চন্দন জেড গোমেজ।
নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) সৈয়দ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পাদ অফিসার মোঃ ডা: ফজলুল করিম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক,গ্রাম উন্নয়ন কমিটির সদস্য মিজানুর রহমান,আব্দুর রাজ্জাক,শিশু ফোরামের সদস্য মৌমিতা খাতুন, সুলতানা বেগম, লিপি কুজুর প্রমুখ।
এদিন ওয়ার্ল্ড ভিশন এর পক্ষ থেকে অতিথি ও কয়েকটি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে কোরান তেলাওয়াত, গীতা ও বাইবেল থেকে পাঠের পর অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করা হয়। এর পর বিশেষ সংকলনের মোড়ক উন্মোচন করেন অতিথি বৃন্দ।
উল্লেখ্য ওয়ার্ল্ড ভিশন একটি আন্তর্জাতিক সংস্থা। ১৯৫০ সালে ড. বব পিয়ার্স এই সংগঠন প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্বের ১০০টিও বেশি দেশে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন।
ওয়ার্ল্ড ভিশন একটি খৃস্টান সংস্থা হলেও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় জাতি ধর্ম নির্বিশেষে কাজ করছে সংস্থাটি।
বাংলাদেশে ১৯৭২ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, দূর্যোগ, অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করছে এই সংস্থা। বর্তমানে বাংলাদেশের ২৭ জেলায় তাদের কার্যক্রম চলমান আছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com