শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিম্নমানের খাবার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

ঘোড়াঘাট, দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি আজহারুল ইসলাম সাথী।-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রোগীর খাদ্য সরবরাহে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

নির্ধারিত পরিমাণের কম এবং পথ্য স্কেলে খাবারের তালিকা থাকলেও সব খাবার পাচ্ছেনা রোগীরা, খাবারের তালিকা থাকছে নিম্নমান মোটা চালের ভাত। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোন ওয়ার্ডে খাদ্যতালিকা না থাকায় এ নিয়ে কেউ উচ্চবাচ্যও করতে পারেন না। দুপুরের খাবারের সময় হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায় সাদা ভাত, তাতে আবার মোটা ভাত,সবজি, ব্রয়লারের ১ পিছ মাংস যার ওজন আনুমানিক ৫০ থেকে ৬০ গ্রাম এবং ১টি বিস্কুট। সরকারী পথ্য স্কেল অনুযায়ী দুপুরের খাবারে ভাত, ডাল, সবজি এবং মাছ/ মাংস থাকার নিয়ম থাকলেও ঠিকাদার মশুরের ডাল সরবরাহ করে না। বিকালের নাস্তায় ৫ টাকা মূল্যের ১ টি বিস্কুট এবং ৬ টাকা মূল্যের একটি কলা থাকার নিয়ম থাকলেও শুধুমাত্র বিস্কুট দেওয়া হয়েছে।

প্রতিদিন একজন রোগীর বাবদ চিনি বরাদ্দ থাকে ৭৫ গ্রাম যা মোটেও বিতরণ করা হয় না। মশুরের ডাল বাবদ বরাদ্দ ১১ টাকা এবং চিনির বরাদ্দ ৯ টাকা মোট ২০ টাকা যা কোন রোগীই পাচ্ছে না।

উপস্থিত এক রোগীর সাথে খাবারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি হসপিটালে ২০ দিন যাবৎ ভর্তি আছি এখানে সকালের নাস্তায় ডিম, রুটি এবং ছোট সাইজের ১ টি কলা সরবরাহ করা হয়। দুপুরের খাবারে ভাত, সবজি এবং ছোট সাইজের মাছ/ মাংসের পিস সরবরাহ করে। মশুরের ডাল দেওয়া হয় না। রাতের খাবারগুলো খুবই নিম্নমানের ঠান্ডা ভাত তরকারী দেয়া হয় যা আমিসহ কোন রোগীই খেতে পারেনা। অনুসন্ধানে দেখা যায় যে, স্বাস্থ্য কমপ্লেক্সটি যেহেতু ৫০ শয্যা বিশিষ্ট গড় যদি প্রতিদিন ৪০ জন রোগী ভর্তি থাকে তাহলে তাদের মশুর ডাল মাথাপিছু ১১ টাকা এবং চিনি ৯ টাকা মোট ২০ টাকা হলে প্রতিদিন দুর্নীতি হচ্ছে ৮০০ টাকা যা মাসে ২৪০০০/- হাজার টাকা এবং বছরে দাঁড়ায় ২৮৮০০০/- (২ লাখ আটাশি হাজার) টাকা যা রিতিমত পুকুর চুরির মত ঘটনা।

এমন দুর্নীতির বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স লিনা এন্টার প্রাইজ এর কর্ণধারকে ফোনে জিজ্ঞাসা করলে তিনি জানান আমার বাসা জয়পুরহাট সদরের হওয়ায় রানীগঞ্জ বাজারের আব্দুল সালাম বকুল নামের এক ব্যক্তিকে দাযয়িত্ব প্রদান করেছি এত বড় দুর্নীতির বিষয়ে আমার তেমন কোন ধারনা নেই। বিষয়টি আমি খতিয়ে দেখছি। অনুসন্ধানে আরও জানা যায় যে, আব্দুল সালাম বকুল নামের ওই ব্যক্তি মূল ঠিকাদারের নিকট থেকে টাকার বিনিময়ে খাদ্য সরবরাহের কাজটি সাবলিজ নিয়েছেন। টাকার বিনিময়ে সরবরাহের কাজটি বিক্রয়ের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে জিজ্ঞাসা করলে তিনি তা অস্বীকার করেন  এবং তিনি নিজে বলেন, এভাবে সাব কন্ট্রাকে কাজ করার কোন আইনি বৈধতা নেই। বিগত কয়েক বছর যাবৎ আব্দুল সালাম বকুল হসপিটালের কিছু অসাধু ব্যক্তির সহায়তায় মূল ঠিকাদারের নিকট থেকে এভাবে খাদ্য সরবরাহের কাজটি ক্রয় করে থাকেন যা নিয়ে সকলেই নিরব ভূমিকা পালন করে। হাসপাতালে খাবার সরবরাহের দুর্নীতির বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন (মেহেদী) জানান আমাদের হসপিটালে বাবুর্চি না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। দুর্নীতির বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com