ঘোড়াঘাট, দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনি।- দিনাজপুরের ঘোড়াঘাটে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ আগস্ট বুধবার দিবাগত রাত ৯টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঠসংলগ্ন রাাস্তা থেকে আটক থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ফিরোজ করিব ওরফে ফিরু (৪৮)। তিনি কৃষ্ণরামপুর গ্রামের আবু তাহেরের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফিরুর শরীর তল্লাশি করে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার ৬শ টাকা। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মাদক ব্যবসায়ী ফিরুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply