বজ্রকথা প্রতিনিধি।- আবারো ডিমের দাম বাড়িয়েছে ডিম ব্যবসায়ীরা। দু’সপ্তাহ আগেও প্রতিটি ডিম খুচরা পর্যায়ে ৯ টাকায় বিক্রী হলেও হঠাৎ করেই প্রায় আড়াই টাকা বাড়ানো হয়েছে প্রতিটি ডিমে।
এখন পীরগঞ্জের পৌর বাজারে একপাতা, ৩০টি ডিমের মুল্য ধরা হচ্ছে ৩৫০টাকা। আগে ৩০টির দাম ছিল ২৭০টাকা।
কেনো হঠাৎ করে ডিমের দাম বৃদ্ধি পেলো? এমন প্রশ্ন করা হলে, খুচরা ব্যবসায়ীরা বলেছেন, খামারীরা বাড়িয়েছে,এখানে তাদের কিছুই করার নেই। তাদের ক্রয় কত ? এমন প্রশ্নের উত্তর দিচ্ছেনা খুচরা ডিম ব্যবসায়ীরা। বিষয়টি দেখা দরকার।
Leave a Reply