কৃষির জন্য অশনিসংকেত
গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার দেশের কৃষিখাত আমেরিকা দখল করে নিতে চায় বলে মন্তব্য করেছেন। উপদেষ্টা বলেছেন সাম্প্রতিক গোপন শুল্ক চুক্তির শর্ত হিসেবে আমেরিকা জোর করে আমাদের দেশে জিএমও (জেনেটিকালি মডিফাইড অর্গানিজম) খাদ্য, মাংস ইত্যাদি রফতানি করতে চায়। দেশের একজন উপদেষ্টার এমন আশঙ্কা প্রকাশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের আহবায়ক আহসানুল আরেফিন তিতু ও সাধারণ সম্পাদক অজিত দাস এক যৌথ বিবৃতিতে বলেন- ‘কৃষি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার এমন বক্তব্য অত্যন্ত আশঙ্কাজনক। আমরা ইতিপূর্বেও লক্ষ্য করেছি অতীতে সরকারগুলো কৃষিতে একদিকে বাম্পার ফলনের প্রচার দিত অন্যদিকে প্রতিবছর বেশিরভাগ কৃষিপণ্য আমদানি করত। দেশের কৃষি উৎপাদন বাড়াতে কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধির মত কোন কার্যকর পদক্ষেপ নিত না। বরং দেশী-বিদেশী পুঁজিপতিদের স্বার্থে কৃষি সংশ্লিষ্ট শিল্প যেমন পাট, চিনি ইত্যাদি বন্ধ করে দিয়েছে। তার ফলে কৃষি উৎপাদন ও কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা যখন সরাসরি আমেরিকার কৃষি খাত দখলের কথা বলেন সেটা পরিস্থিতির ভয়াবহতা প্রমাণ করে। আমরা মনে করি আমেরিকার সাথে গোপন চুক্তির মাধ্যমে কৃষিখাতকে তাদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্তে এদেশের কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ জলাঞ্জলি দেয়া হয়েছে। এছাড়াও জিএমও খাদ্য আমদানির বিষয় উল্লেখ করেছেন যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।’
নেতৃবৃন্দ আরও বলেন- ‘কৃষক ও সাধারণ মানুষের স্বার্থের বিপরীতে গিয়ে অন্তর্বর্তী সরকার কোনভাবেই গোপন চুক্তির মাধ্যমে কৃষিখাতকে আরেকটি দেশের ব্যবসায়ীদের লাভের জন্য তুলে দিতে পারে না। অবিলম্বে এধরণের সকল গোপন চুক্তি বাতিল করতে হবে। কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য রাষ্ট্রীয় বিনিয়োগ বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমাতে হবে।’
বার্তা প্রেরক-
অজিত দাস
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন
Leave a Reply