ঘোড়াঘাট, দিনাজপুর থেকে আজহারুল ইসলাম সাথী।-দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবক ইসমাইল হোসেনের (১৮) মরদেহ নিখোঁজের একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে পৌরশহরের কাদিমনগর হাজিরঘাট এলাকায় করতোয়া নদীতে তিন বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে ইসমাইল নিখোঁজ হন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ও রংপুর বিভাগীয় ডুবুরি দলের টানা অভিযানের পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন পৌরশহরের কাদিমনগর এলাকার মোস্তাফিজুর রহমান চিকুর ছেলে। তিনি স্থানীয় একটি সীমানা বেষ্টনী তৈরির কারখানায় কারিগর হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানান, তিন বন্ধু সাঁতার কেটে নদীর একপাড় থেকে অন্যপাড়ে যান। ফেরার সময় দুই বন্ধু ফিরে এলেও ইসমাইল ফিরে না এসে নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে রংপুর বিভাগীয় ডুবুরি দলকে খবর দেয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, “ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার জিয়াউর রহমান বলেন, “টানা দুই দিন উদ্ধার অভিযান চালানোর পর দুপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।”
Leave a Reply