সবজান্তা
মোঃ রহমত আলী
চোখে পট্টি দিলে মোহর,
গলার জোর, খালি খালি শোর,
মানুষ কে.. আর কেবা চোর।
নাচে শুধু কথার কথায়,
লাইন ছাড়া বেলাইন কথা,
কথার তো নাই আগাগোড়া !
জ্ঞান শূন্য গোবর মাথা,
কে জানে.. কে সবজান্তা।
চালচলনে বড্ড গন্ডগোল,
গলা-খুলে বলে বড়-বড় বোল,
কথা কাজে একদম গোল,
নিজের’টা ভুলে, অন্যের বেলায় ঢোল।
Leave a Reply