ওয়াকিটকি
শিমুল হোসেন
গভীর রাতে নিরব টহল, সীমান্ত চুপচাপ
হঠাৎ কাঁপিয়ে দিলো শব্দ, যেন বিষধর সাপ।
কালো এক যন্ত্র ছিলো সৈনিকদের হাতে
ওয়াকিটকি জ্বলে উঠলো অদৃশ্য আঘাতে।
বার্তা পাঠাবার আগেই হলো ভয়ানক ভুল
স্পর্শ মাত্রই ঝলসে উঠলো দাহ্য এক ফুল।
সিগন্যাল কি ধরা পড়েছে শত্রুর কানে?
নাকি লুকিয়ে ছিলো ফাঁদ কারো অজ্ঞানে?
ধোঁয়া আর আগুনে ছুটলো সবাই পিছু
কে কাকে বোঝাবে, কেন হলো এমন কিছু!
বাতাসে উড়ে এলো ছিন্নভিন্ন কিছু তার
যুদ্ধের ময়দানে যেন রহস্যে ভরা হার।
ওয়াকিটকি ফিসফাস করতো অনেক বার
আজ সে ফেটে বলল— সাবধান! হুঁশিয়ার!
Leave a Reply