গাইবান্ধা প্রতিনিধি।- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জোবায়ের মিয়া নামে আঠারো মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ১৭ জুলাই উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামে এ ঘটনা ঘটে। জোবায়ের মিয়া ওই গ্রামের মুসলিম আলীর ছেলে । সকালে সবার অজান্তে জোবায়ের হাঁটতে হাঁটতে বাড়ির উঠানের পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের সদস্য। অপর দিকে, গাইবান্ধার সুন্দরগঞ্জে বিল থেকে আবির হোসেন (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ১২ জুলাই রবিবার দিবাগত রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের চাকলিয়ার বিল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। আবির হোসেন ওই গ্রামের খয়বর হোসেনের ছেলে। সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুর রহমান পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল থেকে খোঁজ ছিলো না আবিরের। অনেক খোঁজা খুঁজির পর রাতে ওই বিলে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। ১৩ জুলাই সকাল ১১ টার দিকে নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply