বজ্রকথা ডেক্স।- গত ২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।তিনি এদিন বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর কাছে শপথ গ্রহন করেন। গত ১৩ জুন ভুতপূর্ব ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোঃ আবদুল্লাহ ইন্তেকাল করার পর থেকে সাড়ে পাঁচ মাস ধর্মপ্রতিমন্ত্রীর পদ খালি থাকায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ফরিদুল হক খান দুলাল । এদিন শপথ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ছাড়াও উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। করোনাভাইরাস মহামারীর কারণে শপথ অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। উল্লেখ্য ফরিদুল হক খান দুলাল তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জামালপুরের ইসলামপুরের সাবেক এ উপজেলা চেয়ারম্যান ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
Leave a Reply