সুবল চন্দ্র দাস ।- এবারের শারদীয় দুর্গাপূজা ও মহালয়া অনুষ্ঠান সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে অনুষ্ঠিত হবে। পূজায় শোভাযাত্রাসহ সবধরনের আলোকসজ্জা, সাজসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি পরিহার করা হবে। বুধবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ২৬ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী স্বাক্ষরিত এসব নির্দেশনা সারাদেশের পূজা উদযাপন পরিষদসহ মন্দির ও পূজা কমিটি গুলোতে পাঠানো হয়েছে। শারদীয় পূজার নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ২২ অক্টোবর পূজা শুরু হবে। দুর্গোৎসব শেষ হবে ২৬ অক্টোবর। ১৭ সেপ্টেম্বর শুভ মহালয়া অনুষ্ঠিত হবে। পূজা উদযাপন পরিষদের ২৬ দফা নির্দেশনায় রয়েছে, মহালয়া অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আয়োজন; প্রতিমা তৈরি থেকে পূজা সমাপ্তি পর্যন্ত প্রতিটি পূজা মন্দির ও মন্ডপে নিরাপত্তা নিশ্চিত; আগত দর্শনার্থীদের জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখা; দর্শনার্থী, ভক্ত ও পুরোহিত সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান এবং দশর্নার্থীদের ন্যূনতম ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা; আতশবাজি ও পটকার ব্যবহার থেকে বিরত থাকা; ভক্তিমূলক সংগীত ছাড়া অন্য সংগীত বাজানো থেকে বিরত থাকা; মাইক-পিএ সেট ব্যবহার থেকে বিরত থাকা; মন্দির ও পূজা মন্ডপে প্রয়োজনের অতিরিক্ত দীর্ঘসময় অবস্থান না করা প্রভৃতি।
Leave a Reply