মোঃ আসাদুজ্জামান রিপন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।- জয়পুরহাট জেলার পাঁচবিবি রেল স্টেশনে ফুট ওভার ব্রীজের শুভ উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচবিবি বাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী পূর্ণ হলো।
আজ শুক্রবার বৈকাল সাড়ে ৫টায় পাঁচবিবি রেল ষ্টেশন চত্বরে ফুটওভার ব্রিজের উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব এ্যাড. মোঃ সামছুল আলম দুদু, জয়পুরহাট-০১। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী অঞ্চলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ, সার্কেল এসপি ইসতিয়াক আলম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি স্টেশন মাস্টার জনাব মোঃ আব্দুল আউয়াল।
Leave a Reply