মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১২:২১ অপরাহ্ন

 কন্ঠশিল্পী রব্বানীর নতুন গান পিরিত আসছে বৈশাখে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- ২০১৪ সালে ইউটিউবে চ্যানেলে প্রথম গান “ভুল বুঝে চলে যাও” এ সহযোগী গায়ক হয়ে গান শুরু করে গানের ভুবনে প্রবেশ করেন রংপুরের তরুণ কন্ঠশিল্পী গোলাম রব্বানী। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে পাঁচটি গান কাভার করেন এই তরুণ শিল্পী। গান শুরুর গল্পটা শুনতে চাইলে রব্বানী এ প্রতিবেদককে জানান ,অভাবের সংসারে পড়াশুনার পাশাপাশি গান চর্চা করাটা মধ্যবিত্তের সংসারে বড় দায়। কিন্তু ইচ্ছে শক্তি প্রবল থাকায় পড়াশুনার পাশিপাশি গানের ভুবনে কিছু করার চেষ্টা করেছি।তাই মনের ভিতর ঘুমন্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করে চলছি এখনও। নগরীর আশরতপুর কোর্ট পাড়া এলাকার জয়নাল আবেদীনের দুই ছেলে এক মেয়ের মধ্যে বড় সন্তান রব্বানী । তিনি বলেন, পরিবারের প্রেরণায় আজও গানকে নিয়ে ভাবি সব সময়।তিনি আরও বলেন,সব সময় চেষ্টা করেছি নিজের একক গান নিয়ে কাজ করার।অবশেষে পহেলা বৈশাখ উপলক্ষে আমার সেই চেষ্টার ফসল “পিরিত” “বঙ্গবৃত্ত ইন্টারটেইনমেন্ট” ইউটিউব চ্যানেলে আগামী ৮ এপ্রিল বৃহ:পতিবার রাত ১২টায় প্রকাশ পেতে যাচ্ছে। আজাদ রহমানের কথায়,গোলাম রব্বানী ও শরিফ শেখ জি এস এর সুরে পিরিত’ গানটি। রাশেদুজ্জামান রাশেদের সংগীতে ‘পিরিত’ গানটির চিত্রগ্রহন ও সম্পাদনা করেছেন জীবন চন্দ্র দাস। গানটি সম্পর্কে জানতে চাইলে রব্বানী বলেন, দেহে দেহে দেহের মিলন, মনের মিলন নয়,দেহ মনে হলে মিলন পিরিত তারে কয়। আমি খুবই আনন্দিত। এটি আমার গাওয়া প্রথম মৌলিক গান। যেহেতু গানটির কথা ও সুর প্রাঞ্জল সেহেতু গানটি সহজবোধ্য হবে। তিনি আরও বলেন, বাউল গান হলেও গানটিতে ভিন্নতা রয়েছে। এটি মনরঞ্জনের জন্য উত্তম একটি গান। আশা করছি গানটি শুনে মানুষে মানুষের সম্পর্কের উন্নতি ঘটবে। রব্বানী আরও বলেন, গানটির রেকর্ড ও ভিডিও ধারন করেছেন বঙ্গবৃত্ত টিম। ধন্যবাদ জানাই বঙ্গবৃত্ত ইন্টারটেইনমেন্ট এর সোহাগ রহমত, আমিনুল ইসলাম রকি, শফিকুল ইসলাম ও আশিকুর রহমান ভাইকে গানটিকেবঙ্গবৃত্তের কন্টেন্ট হিসেবে বাছাই করার জন্য। বঙ্গবৃত্ত ইন্টারটেইনমেন্ট মানসম্মত কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্ঠা করছে। তারই ধারাবাহিকতায় পিরিত শিরোনামের এ গানটি। গানটির শুটিং হয়েছে তিস্তা পাড়ের বিভিন্ন স্থানে।’পিরিত’ গানটির গীতিকার আজাদ রহমান বলেন, এটি একটি বাউল গান । পিরিত বলতে যা বুঝি তাই গানটিতে প্রকাশের প্রয়াশ করেছি মাত্র। গোলাম রব্বানী ও শরিফ শেখ জি এস গানটিতে সুর সংযোগ করেছে। গানটি শুনে মনে হয়েছে সকলের ভালোর লাগবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com