সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

কুলিয়ারচরে বাড়ী কিনতে না পেরে দখল

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ১৭৮ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।- জেলার কুলিয়ারচরে বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়ি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। গত বুধবার সালুয়া ইউনিয়নের বীর কাশিমনগর গ্রামে এ ঘটনা ঘটে। জিল্লুর রহমানের স্ত্রী শিরিন আক্তার বলেন, ২০০৪ সালে তার স্বামী মারা যান। এর পর থেকে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বসবাস করছেন। বর্তমানে তার তিন সন্তানই উচ্চশিক্ষিত। তারা ময়মনসিংহ শহরে বসবাস করেন। শিরিন আক্তার অভিযোগ করেন, তার স্বামীর গ্রামের বাড়িতে রেখে যাওয়া ৩০ শতাংশ ভূমিতে তারা গাছপালা রোপণ করেছিলেন। স¤প্রতি এফইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ওই জায়গা ক্রয় করার প্রস্তাব নিয়ে আমাদের ময়মনসিংহের বাসায় যান। ওইপ্রস্তাবে তিনি রাজি না হওয়ায় গত বুধবার একটি টিনের ঘর উত্তোলন করে ওই জায়গা দখল করেন রেজাউল করিম। খবর পেয়ে তিনি গ্রামের বাড়িতে গেলে স্কুল শিক্ষক রেজাউল করিমের স্ত্রী-সন্তানরা বহিরাগতদের নিয়ে তাদের ওপর হামলা করে। এতে শিরিন আক্তার, তার মেয়ে শায়লা আক্তার, নাহিদা আক্তার, আতিকুর রহমান ও চাচি শাশুড়ি শামসুন্নাহার আহত হন।এ ব্যাপারে স্কুল শিক্ষক রেজাউল করিম জায়গা ক্রয় করতে যাওয়ার বিষয়টি অস্বীকার করে ওই জায়গা তার দাবি করেন। এত দিন কেন ভোগদখল করেননি- এ প্রশ্নের জবাবে তিনি কোনো উত্তর দেননি। উপজেলার সালুয়া ইউনিয়নের বীর কাশিমনগর গ্রামের মৃত জিল্লুর রহমানের পরিবারকে তাদের গ্রামের বাড়িতে ৩০ শতক জায়গা বিক্রির প্রস্তাব করেন প্রতিবেশী স্কুল শিক্ষক রেজাউল করিম। তার প্রস্তাবে প্রস্তাবে রাজি না হওয়ায় শেষ পর্যর্ন্ত তিনি ওই জায়গায় একটি ঘর উঠিয়ে দখল করে নেন। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে জিল্লুর রহমানের পরিবারের পাঁচ সদস্যকে পিটিয়ে আহত করে দখলকারীরা। সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান বলেন, জায়গাটি মৃত জিল্লুর রহমানের বলেই আমরা জানি। স¤প্রতি জায়গা নিয়ে বিরোধ দেখা দিলে সালিশের তারিখ ধার্য করা হয়। কিন্তু এর আগেই রেজাউল করিম জায়গাটিতে ঘর উত্তোলন করেছেন। কুলিয়ারচর থানার এসআই মো. নয়ন মিয়া বলেন, শিরিন আক্তারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে ঘর উত্তোলনে বাধা দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com