বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন

নেপালের কংগ্রেস প্রধান দেউবা ফের প্রধানমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৯৮ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- শের বাহাদুর দেউবা পঞ্চমবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ।নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি সে দেশের সংবিধানের ৭৬ (৫)-এর অনুচ্ছেদে তাকে নিয়োগ দিয়েছেন। গত ১৩ জুলাই নেপালের সংবাদমাধ্যম হিমালয়ান টাইমসের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। এর আগে, সুপ্রিম কোর্ট সোমবার এক ঐতিহাসিক রায়ে নেপালি কংগ্রেস প্রধান শেহ বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। আদালতের পক্ষ থেকে প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারিকে গতকালের মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। একই সঙ্গে ভেঙে দেওয়া প্রতিনিধি পরিষদকে পুনর্বহাল করারও নির্দেশ দিয়েছিল আদালত। প্রধান বিচারপতি ছলেন্দ্র শুমসার রানার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই রায় দেন। রায়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পরামর্শে প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি কর্তৃক পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক। এরই পরিপ্রেক্ষিতে গতকাল দেউবাকে নিয়োগ দেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী। তবে তাকে কখন শপথ পড়ানো হবে এখনো জানা যায়নি। ৭৪ বছর বয়সী শেহ বাহাদুর দেউবা চারবার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৯৫ থেকে ৯৭ এর মার্চ পর্যন্ত প্রথমবার দায়িত্ব পালন করেন এরপর ২০০১-২০০২, ২০০৪-২০০৫, এবং সর্বশেষ ২০১৭ থেকে ২০১৮ সালে প্রধানমন্ত্রীর পদে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com