বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
স্ত্রী হত্যা মামলার  আসামী স্বামীকে কেরানীগঞ্জ থেকে আটক রংপুর-ঢাকা মহাসড়কে ট্রাক্টরচাপায় প্রাণ গেল গৃহবধূর রংপুরে মহানগর  ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি বেরোবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক আরপিএমপি ট্রাফিক বিভাগের  সদস্যদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ ফুলবাড়ীতে  সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ ২৪ লক্ষ টাকার বিতরণ  পলাশবাড়ীতে  এক কেজি গাজাসহ আটক- ১ হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের এশিয়া প্যাসিফিক পর্বে রুয়েট তৃতীয় এবার পীরগঞ্জের ৩৪৫০ কৃষক পেলেন সার ও ধান বীজ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পীরগঞ্জ এর কার্যক্রম সন্তোষজনক

মোংলায় ভোটার দিবসে সুজন এর মানববন্ধব

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৪২ বার পঠিত

মোংলা থেকে মোঃ নূর আলম।- অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচনের জন্য রাজনৈতিক দলসমুহের মধ্যে পারস্পরিক সমঝোতা চাই। নির্বাচন ব্যবস্থার উপর মানুষ আস্থা ও বিশ্বাস হারিয়েছে। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে নাগরিকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। তারজন্য চাই অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ তথা অর্থবহ নির্বাচন। ২ মার্চ বৃহস্পতিবার সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে মোংলার রিমঝিম চত্বরে সুশাসনের জন্য নাগরিক-সুজন, ইয়ুথ পিস এ্যাম্বাসেডর ও ব্রেভ ইয়ুথ গ্রুপ আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক-সুজন মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার। মানববন্ধনে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক-সুজন মোংলার সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ, সুজন নেতা নাজমুল হক, কমলা সরকার, প্রসেনজিৎ মন্ডল, নয়ন মন্ডল, ইয়ুথ পিস এম্বাসেডর শেখ রাসেল, হাছিব সরদার, ব্রেভ ইয়ুথ গ্রুপ’র সুষ্মিতা মন্ডল, সাইফুল ইসলাম প্রমূখ। মানববন্ধনে বক্তারা আরো বলেন বাংলাদেশের সাধারণ জনগনের আকাংখা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মান। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আন্তর্জাতিক ভাবেও আমরা অঙ্গীকারবদ্ধ। কারন আমরা ”সার্বজনীন মানবাধিকার সনদ” এ স্বাক্ষরদাতা দেশ। আন্তর্জাতিক অঙ্গণে নিজেদের জন্য একটি মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হলে এসব আন্তর্জাতিক আইন ও চুক্তি মেনে চলতে হবে। বক্তারা রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দলসমুহের দায়িত্বশীল আচরণের দাবি জানান। বক্তারা আরো বলেন সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠিই গণতন্ত্রের রক্ষাকবচ। তাই গণতন্ত্রকে সমুন্নত রাখতে সবাইকে যুথবদ্ধভাবে সমস্বরে আওয়াজ তুলতে হবে। মানববন্ধনের আগে সকাল ১০টায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে মোংলাস্থ সুজনের অস্থায়ী কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সিস সুদান হালদার। উল্লেখ্য ২০২০ সালের ২ মার্চ থেকে গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি ভাবে জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com