কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।- কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির পাশে ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতের ঘটনায় মো. নূর নামে সাত বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার পুমদী ইউনিয়নের উত্তর চরপুমদী গ্রামে বজ্রপাতে এ নিহতের ঘটনাটি ঘটে। নূর উত্তর চরপুমদী গ্রামের মৃত ইকবালের ছেলে। স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতো নূর। রোববার বিকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে সে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই নূরের মৃত্যু হয়। চরপুমদী গ্রামের দায়িত্বরত গ্রাম পুলিশ মো. আনিছ বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply