কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস ।-কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিয়ের মাত্র দেড় মাস পর চাচার বাড়িতে রেকসোনা (২০) নামে পিতৃ-মাতৃহীন এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা নতুন বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রেকসোনা চরকাওনা নতুন বাজার এলাকার মৃত আবদুল আজীজের মেয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মা মারা যাওয়ায় রেকসোনা তার চাচা শুক্কুর আলীর সাথে থাকতো। দেড় মাস আগে একই ইউনিয়নের মইষাকান্দা গ্রামের রাহুল নামের এক যুবকের সাথে রেকসোনার বিয়ে হয় বিয়ের পর থেকেই রেকসোনা মানসিক সমস্যায় ভুগছিলো। রোববার (১৬ মে) রাতে স্বামী রাহুল শ্বশুরবাড়ি চরকাওনা নতুন বাজার এলাকায় এসে রেকসোনাকে নিয়ে যেতে চাইলেও সে যায়নি। সোমবার (১৭ মে) সকালে ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান জানান, মরদেহ উদ্ধারের পর স্থানীয় এলাকাবাসীর ও পরিবারের অনুরোধ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply