পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু ।-দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-পৃষ্ঠে দুর্ঘটনায় একজন চীনা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৮ জুলাই/২৫খ্রি: মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় তার মর্মান্তিক মৃত্যু হয়।
জানা গেছে পার্বতীপুর বড়পুকুরিয়া কয়ল খনির ভূ-গর্ভে ১৩০৫ নম্বর ফেইজে ৭ জুলাই/২৫খ্রি: সোমবার দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টার শিফটে কাজ করার সময় পাওয়ার রুপ সাপোর্টের আঘাতে চীনা শ্রমিক (শিফট ইনচার্জ) গুরুত্ব ভাবে আহত হন। তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা যায়, চীনা শ্রমিক মিস্টার ওয়াং জিয়ান গুয়ো ( ৫৫) পদবী সিপ্ট ইনচার্জ । তিনি দীর্ঘদিন ধরে বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত ছিলেন।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply