পীরগঞ্জ রংপুর বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের মির্জাপুর (ভবানীপুর) গ্রামে প্রবাসীর স্ত্রী আসমা বেগম (৪২) হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল একই গ্রামের বাসিন্দা সৈয়দ আলীর ছেলে শাহিনুর ইসলাম (৪০) ও তার পুত্র বেলাল হোসেন (২২)-কে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই দিবাগত রাতে নিজ বাড়িতে নির্মমভাবে খুন হন প্রবাসী সাজু মিয়ার স্ত্রী আসমা বেগম। ঘটনার পরদিন নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে তারা মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধে চলে আসছিলো।।
তদন্তকারী কর্মকর্তারা জানান, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট প্রদান করা হবে। এদিকে গতকাল সোমবার গ্রেফতারকৃত দের রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছেে।।
Leave a Reply