নিজস্ব প্রতিবেদক।- দৈনিক দাবানল এর সাবেক নির্বাহী সম্পাদক ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মরহুম শেখ কল্লোল আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর আশরাফিয়া জামে মসজিদে এ উপলক্ষে দোয়া মোনাজাত করা হয়। এতে মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করা হয়।
উল্লেখ্য, দীর্ঘ তিন বছর কিডনী রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২০১৪ সালের ১১ ডিসেম্বর মারা যান সাংবাদিক শেখ কল্লোল আহমেদ। তিনি দীর্ঘ চল্লিশ বছর ধরে সাংবাদিকতা পেশায় জড়িয়ে ছিলেন। যার শুরু হয়েছিল ছোটবেলার কবিতা-গল্প লেখনির হাতে খড়ি থেকে। দীর্ঘ এই পথচলায় শেখ কল্লোল আহমেদ ঢাকায় সাপ্তাহিক জনকণ্ঠ (বর্তমান দৈনিক জনকণ্ঠ) পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও ঢাকায় থাকাকালীন সময়ে দৈনিক বাংলা, দৈনিক লাল সবুজ, দৈনিক ঢাকা রিপোর্ট, দৈনিক একতা, দৈনিক জনতা ও দৈনিক সংবাদে সময় কেটেছে তার। এর আগে তিনি রংপুরে সাপ্তাহিক মহাকালে কাজ করেন।
ঢাকা থেকে রংপুরে ফিরে এসে স্থানীয় দৈনিক বিজলী ও দৈনিক দাবানলে দায়িত্ব পালন করেন শেখ কল্লোল আহমেদ। এ সময় তিনি রংপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তীতে পরপর দু’বার রিপোর্টার্স ক্লাবের সভাপতি নির্বাচন হন।
২০১১ সালের শেষের দিকে প্রবীণ এই সাংবাদিকের দুটো কিডনি অকেজো হয়ে যায়। দীর্ঘ ৩ বছর অসুস্থ থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২০১৪ সালের ১১ ডিসেম্বর চিরনিদ্রায় শায়িত হন শেখ কল্লোল আহমেদ।
সাংবাদিক কল্লোল আহমেদ ১৯৬০ সালের ২৮ জুলাই রংপুর শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত কবি শেখ আমানত আলী ও মা সুসমা আমানত ফাহমিদা। তিনি শেখ তমাল আহমেদ নামে একমাত্র ছেলে সন্তান ও স্ত্রী তাহমিনা আহমেদকে রেখে যান। ২০১৭ সালে শেখ কল্লোল আহমেদকে (মরোনত্তর) সাংবাদিকতায় রিপোর্টার্স ক্লাব প্রদত্ত সাংবাদিক মোনাজাত উদ্দিন স্মৃতি পদক দেয়া হয়েছে।
Leave a Reply