মো বায়েজিদ বিন ওয়াহিদ, সুনামগঞ্জ প্রতিনিধি।- সুনামগঞ্জের জামালগঞ্জে প্রতিবেশীর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রেহাছ উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার ফেঁনারবাক ইউনিয়নের গজারিয়া গ্রামের একরামপুর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই গ্রামের ছানফর আলীর ছেলে।
স্থানীয় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহমদ নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়- গ্রামের চারিদিকে বন্যার পানি ও কাদাঁ থাকায় চলাচলে অসুবিধা হওয়ার কারনে, চলাচলে সুবিধার জন্য শনিবার সকাল আনুমানিক ১১ টার দিকে প্রতিবেশী মৃত অনু মিয়ার ছেলে সিদ্দিক মিয়ার বসত ঘরের বাড়ান্দার পাশ দিয়ে যাতায়াত করার কারনে নিহত রেহাছ উদ্দিনের সাথে সিদ্দিক মিয়ার কথাকাটাকাটি শুরু হয়। তার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সিদ্দিক মিয়া নিহত রেহাছ উদ্দিনকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে এতে গুরুতর আহত হন রেহাছ উদ্দিন। তাৎক্ষনিক ভাবে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে, কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিলেটে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে রেহাছ উদ্দিনের মৃত্যু হয়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এখনো কোন অভিযোগ বা মামলা হয়নি।
Leave a Reply