শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রায়পুর ইউপি পরিষদে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক” কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে পলাতক আসামীসহ গ্রেফতার -৪ রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত রংপুর বিভাগে এখনো ভোটের মাঠে এমপির স্বজনরা   বৃষ্টির আশায় গাইবান্ধায় ‘সালাতুল ইসতিসকার নামাজ আদায় বিরামপুরে সমন্বিত খামার বায়োগ্যাস বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত স্ত্রী হত্যা মামলার  আসামী স্বামীকে কেরানীগঞ্জ থেকে আটক রংপুর-ঢাকা মহাসড়কে ট্রাক্টরচাপায় প্রাণ গেল গৃহবধূর

তরুণ প্রজন্মকে জ্ঞানের যুদ্ধে জয়ী হতে হবে – রাজিবুর রহমান

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগর আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২২ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ২১শে ফেব্রুয়ারী মঙ্গলবার নগরীর একটি মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাজিবুর রহমান শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান বিশ্বে জ্ঞানের যুদ্ধ চলছে। বিশ্বায়নের এ যুগে জ্ঞানের যুদ্ধে যারা অধিক অগ্রগামী তারাই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশকেও বিশ্বে নেতৃত্ব দিতে হলে মেধাবী শিক্ষার্থীদের আরো অগ্রগামী হতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে ড. আহসান হাবীব ইমরোজ বলেন, শুধু পাঠ্যপুস্তক নিয়ে লেখাপড়া করলে চলবে না। নিজেদের ধর্মীয় জ্ঞানেও সমৃদ্ধ করতে হবে। নীতি-নৈতিকতাবিহীন জ্ঞান দিয়ে আখিরাতে সফলতা সম্ভব নয়।
উল্লেখ্য- এবার কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে ৩২০ জনকে বৃত্তি দেয়া হয়। যার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৬৮ জন, সাধারণ গ্রেডে ১০৮ জন এবং বিশেষ গ্রেডে ১৪৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উপদেষ্টা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আবুল হাশেম চৌধুরীর সভাপতিত্বে ফোরামের মহানগর পরিচালক রেদওয়ানুর রহমান ও সহকারী পরিচালক ইমদাদ হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক, গবেষক ও ক্যারিয়ার বিশেষজ্ঞ ড. আহসান হাবীব ইমরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক শহীদুল ইসলাম, পাঠক ফোরাম সিলেট মহানগরের চেয়ারম্যান সিদ্দিক আহমদ, ফোরামের অন্যতম উপদেষ্টা ডা. আব্দুল লতিফ চৌধুরী, ডা. মাশুক আহমদ, ডা. হোসাইন আহমদ ও ডা. সোহেল আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের অন্যতম পৃষ্ঠপোষক জাকির ইবনে মানিক বক্ত, আ.ফ.ম সারওয়ার, ডা. মুবিনুল ইসলাম, পাঠক ফোরামের সাবেক পরিচালক ডা. মিনহাজুল আবেদীন, ফোরামের সহকারী পরিচালক বাবর ইবনে তাহের, অফিস সম্পাদক মোফাসসির আহমদ চৌধুরী, স্কুল প্রতিনিধি আরিফুজ্জামান রুকন, রফিকুল ইসলাম, আহসান হাবীব ও জাহিদ আহমদ শুভ প্রমূখ। খবর বিজ্ঞপ্তির

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com