মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ সুনামগঞ্জ প্রতিনিধি।- সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক ও আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী আর নেই। আজ বুধবার সকাল ১১টায় হৃদযন্ত্রেরে ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
সুনামগঞ্জ শহরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি সাংবাদিকতার পাশাপাশি সুনামগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তার স্ত্রী গৃহিনী। বড় মেয়ে ষষ্ঠ শ্রেণি এবং ছোট মেয়ে নার্সারিতে পড়াশোনা করছেন। পাঁচ ভাই-বোনের মধ্যে সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী ছিলেন সবার ছোট। তার বাবা মৃত আছদ্দর চৌধুরী ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তা।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভোগছিলেন। বুধবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার পূর্বেই তিনি মারা যান।
Leave a Reply