সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে- মনোরঞ্জন শীল গোপাল দিনাজপুরে ক্যানেল পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন জীবনের ঘাত-প্রতিঘাত উপভোগের মানসিকতা থাকতে হবে দিনাজপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ  কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ মহিলা কলেজ        রংপুরে সুজনে’র বিভাগীয় মতবিনিময় পরিকল্পনা সভা  অনুষ্ঠিত পীরগঞ্জের ধর্মদাসপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা আহত-৫ দিনাজপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ছাগল বিতরণ  ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন পারুল রায় ও নার্গিস

মিঠাপুকুরে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে আমরা বদ্ধপরিকর- জেলা প্রশাসক

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ১৩০ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।-রংপুর জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান বলেছেন, মিঠাপুকুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধ পরিকর। কোনো ধরনের কারচুপির সুযোগ নেই।’
শনিবার মিঠাপুকুর উপজেলা বেগম অডিটরিয়াম হলে নির্বাচন উপলক্ষে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের নিয়ে আচরণ বিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আপনারা সঠিক আচরণবিধি মেনে চলবেন। প্রশাসনের কাছ হতে সহযোগীতা পাবেন। কোন প্রকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করবেন না। প্রশাসন তা কঠোর হাতে দমন করবে।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। সভায় জেলা প্রশাসক আরও বলেন, ভোট কেন্দ্রের দ্বায়িত্বে যারা নিয়োজিত আছেন, সবাই সঠিকভাবে কাজ করলে নির্বাচন সুষ্ঠু হবে।’ নির্বাচনী আচরণবিধি ও নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের প্রতি আহŸান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলম, জেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মধূসুধন রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান মৃধা, উপজেলা নির্বাচন অফিসার এমএ হান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ। এর আগে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের নিয়ে পৃথকভাবে এক মতবিনিময় করেন। উল্লেখ্য, আগামী ৭ ফেব্রæয়ারী সপ্তম ধাপে উপজেলার ১৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com