সোমবার, ০৬ মে ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে- মনোরঞ্জন শীল গোপাল দিনাজপুরে ক্যানেল পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন জীবনের ঘাত-প্রতিঘাত উপভোগের মানসিকতা থাকতে হবে দিনাজপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ  কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ মহিলা কলেজ        রংপুরে সুজনে’র বিভাগীয় মতবিনিময় পরিকল্পনা সভা  অনুষ্ঠিত পীরগঞ্জের ধর্মদাসপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা আহত-৫ দিনাজপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ছাগল বিতরণ  ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন পারুল রায় ও নার্গিস

মিঠামইনের ভয়রা বধ্যভূমি: ৪৯ বছরেও হয়নি কোনো স্মৃতিস্তম্ভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ১৮৮ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।-  দীর্ঘ ৪৯ বছর পার হলেও হাওর অঞ্চলের ভয়রা বধ্যভূমিতে শহীদদের স্মৃতি স্তম্ভ নির্মিত হয়নি। এখানকার যে বটতলায় পাকিস্তানী হানাদাররা শত শত নিরীহ মানুষকে হত্যা করে মাটিচাপা দিয়ে রেখেছে, সেখানে ক’দিন আগেও মাছের হাট বসত। এ বছর বন্যায় বধ্যভূমির জায়গাটি তলিয়ে যাওয়ায় এখন আর মাছের হাট বসছে না। তবে এলাকার গরিব অসহায়রা সেই জায়গা দখল করে ঘর তৈরি করে ফেলেছে। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, স্বাধীনতা যুদ্ধের সময় হাওর অঞ্চলের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম শত্রুমুক্ত ছিল জুলাই পর্যর্ন্ত যখন বর্ষার পানিতে ফসলে মাঠ-ঘাট ডুবে গেল, যত্রতত্র নৌকা, লঞ্চ চলাচল শুরু হলো, তখনই পাকিস্তানী সেনারা নিকলী, অষ্টগ্রাম, ইটনায় এসে ক্যাম্প স্থাপন করে। পাকিস্তানী হানাদারদের দোসর এলাকার মাওলানা আতাহার আলী, মাওলানা মুসলেহউদ্দিন, মাওলানা ইদ্রিছ আলী (ইদু মোল্লা), কোরবান আলী, মাওলানা আবু তাহের, নূর ইসলাম ও অন্যদের নেতৃত্বে শুরু হয় পৃথক পৃথক অপারেশন। চলতে থাকে অগ্নিসংযোগ, লুটপাট সর্বোপরি গণহত্যা। ২৬ আগস্ট ‘৭১-এ নিকলী উপজেলার পাকিস্তানী বাহিনীর ক্যাম্প থেকে হানাদার বাহিনী ও রাজাকাররা অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে তৎকালীন নিকলী ও বর্তমান মিঠামইন উপজেলা সদরের হিন্দু স¤প্রদায়ের ওপর। স্থানীয় দালাল ইদু মোল্লার নেতৃত্বে ওই দিনের অপারেশনে মিঠামইন বাজার, পার্শ্ববর্তী খুলিয়াপাড়া, কালিপুর, বড়াহাটি, সরকারহাটিতে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় নিরীহ লোকজনকে। মিঠামইনের কামালপুরের বীর মুক্তিযোদ্ধা ও মিঠামইন মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হক নুরু জানান, কাঠখাল ইউনিয়নের ঢালারগাঁও ছত্রিশ গ্রামে পাকিস্তানী বাহিনীর দালাল নূরুল ইসলামের নেতৃত্বে তিন শতাধিক হিন্দু স¤প্রদায়ের লোককে ধরে নিয়ে ইটনা আর্মি ক্যাম্পে একসঙ্গে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে মেরে ফেলা হয়। পরে তাদের ভয়রা গ্রামের বটতলায় মাটিচাপা দেওয়া হয়। একই গ্রামের মুক্তিযোদ্ধা সাদেক মিয়া বলেন, ‘দুই উপজেলা ইটনা ও মিঠামইনের সীমান্ত এলাকায় ভয়রা বধ্যভূমি হওয়ায় কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না। বিষয়টি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও স্থানীয় এমপি রেজওয়ান আহমেদ তৌফিককে অবগত করেছি। আমরা মুক্তিযোদ্ধারা ভয়রা বধ্যভূমি সংরক্ষণের জোর দাবি জানাচ্ছি।’ ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার বলেন, ইটনা উপজেলার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের নিয়ে এটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান বলেন, ‘ভয়রায় বধ্যভূমি রয়েছে, সেটা আমার জানা ছিল না। এই বধ্যভূমি সংরক্ষণে মিঠামইন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com