শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:০১ অপরাহ্ন

রংপুর নাট্যকেন্দ্রের নাট্যোৎসব-২০২০

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৪৩০ বার পঠিত
নিজস্ব  প্রতিবেদক।- করোনাক্রান্তিতে সাড়ে সাত মাস পর আবারো নাটকের সংলাপে মুখরিত হতে যাচ্ছে টাউন হল মঞ্চ। দীর্ঘ মহড়া শেষে মঞ্চে ফিরতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রংপুর নাট্যকেন্দ্র। আগামী বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যায় এই সংগঠনটি জনপ্রিয় দুটি নাটক মঞ্চায়ন করবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে এতথ্য নিশ্চিত করেন রংপুর নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ।
“বৈশ্বিক সংকট কাটবেই, আমরা জয়ী হবোই” এই স্লোগানে দুইদিনের নাট্যোৎসব আয়োজন করেছে রংপুর নাট্যকেন্দ্র। ২২ বছর পূর্তিতে এই উৎসবের আয়োজন।
নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ জানান,  প্রতি বছর প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণিত আয়োজনে দেশী-বিদেশী নাট্যদলের নিয়ে উৎসব হতে থাকে। কিন্তু করোনা মহামারীর কারণে এবার স্বাস্থবিধি মেনে সীমিত পরিসরে নাট্যোৎসবের আয়োজন করেছে। দীর্ঘ সাড়ে সাত মাসের বিরতির পর টাউন হল মঞ্চে নাট্যকেন্দ্র নাটক নিয়ে ফিরছে। এজন্য নাটকের কলাকুশলীরা কঠোর মহড়াসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করেছে।
উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) পালাকার সায়িক সিদ্দিকীর রচনা ও নির্দেশনায় ‘নিল ললিতার গীত’ মঞ্চস্থ হবে। পরদিন শুক্রবার (৬ নভেম্বর) রয়েছে জনপ্রিয় নাটক ‘শিখন্ডী কথা’। হিজড়া জনগোষ্ঠীদের নিয়ে আনন জামানের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন আর্য শশাঙ্ক। প্রতিদিন রংপুর টাউন হল মঞ্চে সন্ধ্যা ৭ টায় নাটক শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com