শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

শুভ বোধের বিজয় হোক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৪২৩ বার পঠিত

-লুৎফর রহমান সাজু

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের মানে বাঙ্গালী জাতির পিতা এটাই সত্য।১৯৪৭ খ্রি: ভারত ভাগের পর পূর্ব পাকিস্তানে সংখ্যাগরিষ্ট মুসলিম জনগোষ্টীর ভাগ্যে সুবাতাস ছুঁয়েছে কমই। কিন্তু পশ্চিম পাকিস্তানে জনমানুষ ও নেতৃত্বের কপাল সুপ্রসন্ন হয়েছিল তা সর্বমত স্বীকৃত। এই চিরসত্য উপলব্ধি জ্ঞাত সারে বুঝেও অনেক জ্ঞানীজন গুনীজন গা সাওয়া মনে করে উচ্চবাচ্য করেন না। অথচ অনেক ঘটনা বলতে দেখা যায়, তিলকে তাল করার প্রবনতা মানসিকতা অতি উচ্চে।আজ স্বাধীন বাংলাদেশ বিজয়ের ৫০ বছর পূর্তিতে এসব কি দেখছি। ন্যায় সঙ্গত পরমত সহিষ্ণুতা কোথায়? যেন নির্বাসনে চলে গেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বুলাতেই কত কত অশ্লালীন উক্তি ঘুরপাক খাচ্ছে। এটাকি ধর্মের জন্য, রাষ্ট্রের জন্য, এমনকি সমাজের জন্য শুভ কর? যারা এগুলো করি নিঃসন্দেহে তারাও বলি এসব ঠিক হচ্ছে না। অথচ মুখে লাগাম কেউই টানছিনা। ভবিষ্যৎ প্রজন্ম কি দেখে বড় হচ্ছে। যারা নেতৃত্ব দেবে আগামী দিনে তারা মগজে কি গুলে নিচ্ছে।
শোষণ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের আপামর জনসাধারন এক আত্মউৎর্সগকারী যুদ্ধে জড়িয়ে পড়েছিল। ৯ মাস সশস্ত্র সংগ্রামের মধ্যদিয়ে লাল সুবজের পতাকা ছিনিয়ে এনেছে সত্যি সত্যি। আশা ভরসা ছিল সবার অনেক। আশার চাইতে প্রাপ্তী কম, তবে নেহাতিই কম নয়।বিগত পঞ্চাশ বছরে রাজনীতির চোরাবালি অনেক গ্যারাকল পেরিয়ে আজ বাংলাদেশ উন্নয়নের ধাবমান গতিময় রোল মডেল।তবে মানবিক উন্নয়ন, আত্মিক উন্নয়নের সুচক এখনো নিম্নগামী। এটাই আমাদের ভাবার সময়। উন্নয়নের মহাসড়কে যেমন বাংলাদেশ তেমনি মুনুষ্য বোধের উন্নয়নের মহাসড়কে আমাদের যেতেই হবে,যে কোন মূল্যে। তাহলে আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য উদ্দেশ্যে সফল হবে। জাতি হিসাবে আমাদের বিশ্ব দরবারে মাথা উচু করে আত্মপরিচয়ে পরিচিত হবো ইনশাল্লাহ। দেখি বাংলার আবাল বৃদ্ধ বনিতা সর্বসাধারন বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য নানা প্রস্তুতি গ্রহন করে থাকেন।প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সর্বস্তরে বিজয় উৎসবে মাতয়ারা হয়। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নতুন নতুন অনুষ্ঠান সংযোজন করেন। সকল সরকারি এবং বেসরকারি বড় বড় দফতরে আলোক সজ্জা এবং বিভিন্ন সড়কে বিজয় পতাকা দিয়ে সাজানো হয়।সবমিলিয়ে একটি নান্দনিক দিন আমরা উপভোগ করি।তবেএকটা পক্ষ এখনো উল্টোপথে চলছে! তাই বহু ত্যাগের বিনিময়ে অর্জিত এ বিজয় আমাদের অর্থবহ করতে হবে। উন্নয়নে ধারা অব্যহত রাখতে হবে। অহেতুক বির্তক না করে আমরা বিশ্ব মানচিত্রে নিজেকে কী ভাবে সুনামের সাথে প্রতিষ্ঠিত করতে পারি সে দিকে খেয়াল রাখতে হবে। সব সময় খেয়াল রাখতে হবে, আজ আমারা স্বাধীন। আর এ স্বাধীনতা একদিনে আসেনি। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বসাধারন এ গণযুদ্ধে অংশ গ্রহন করে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে। অনেক রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয় আমাদের সত্বার গভীরে প্রথিত। ১৬ ডিসেম্বর একটি অনন্য দিন। প্রজন্মের পর প্রজন্মকে জানাতে হবে সঠিক ইতিহাস। দেশ প্রেমিক সন্তানের লীলাভূমি যেন হয় আমাদের বাংলাদেশ। নিদ্ধিধায় বলা যায়, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস একটি আলোক উজ্বল স্বপ্নময় দিন। এ দিন আমাদের স্বাধীনতার গৌরবকে ধারণ করে আছে। এ দিনেই বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন জাতি হিসাবে বিশ্ব সভায় প্রতিষ্ঠা পাই। তাই প্রতি বছর এ দিনেই আমরা আত্মপত্যায়ী হই, সচেতন হই, অন্তরে লালন করি স্বাধীন দেশে সুখী সমৃদ্ধতা।নতুন স্বপ্ন লালন পালনে উজ্জীবিত হই। বিজয়ের আনন্দে আমরা সকলেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। তাই বলি শুভবোধের যেন বিজয় হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com