শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

স্বরূপতত্ত্ব : পর্ব -৪

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৫৮২ বার পঠিত

– কামরুজ্জামান শিমুল

মাঝে মাঝে এমনটা হয় আমার মন হঠাৎ খারাপ। কিছুই হয়নি তবুও মন খারাপ। স্বয়ংক্রিয় মেশিন যেন একটা। বলা নাই কওয়া নেই মনের ঘরে বজ্রপাত। এমনকি আকাশ পটেও মেঘের ঘনঘটা। মনে হয় সেও মন খারাপ করেছে। এখনি ভ্যা ভ্যা করে কান্না শুরু করবে। কি আজব! আমার মনেও একই বাজনা বাজছে। অগ্যতা আগপাছ না ভেবে সোজা স্বরূপের ব্যাচেলর ফ্লাটে। অসাধারন একটা রুমে থাকেও। রুমের সবগুলো দেয়ালে সাদা কাগজে ওর নিজের হাতে লেখা কত কথা। আমি ওর বাসায় ঢুকতে ঢুকতে সে অনেক রাত হলো। দূরে কোথাও মাহফিলের সু-মধুর বয়ানের ধ্বনি আবার পাশের বাড়ির পূজা মন্ডপের ঢাকের শব্দে একটা অসাধারন পরিবেশ। তবুও ভালো লাগছিলোনা আমি বললাম আমার মন খারাপ। স্বরূপ একটু হাসল এবং মুচকি হেসে বলল, চল হেটে আসি। মন তো, সে তো তোরই নির্মাণ। ভালো না হয়ে যাবে কৈ? নাছোড় বান্দা স্বরূপের সাথে বেড়িয়ে পড়লাম। বেশি দূর আর যাওয়া হলো না। মেঘের কান্না প্রায় ভিজিয়ে দিচ্ছিল। ভিজতে ভিজতে চলে এলাম। কিছুক্ষণ বাদে বারান্দায় হালকা বৃষ্টির ছোঁয়ায় উদাস মনে বসে আছি আমি আর স্বরূপ। কারেন্ট ছিলনা। চারপাশটা অন্ধকার ছিলো একটু বেশিই। এ তল্লাটে লোকজনও একটু কম। স্বরূপ বলছিল ভালো আর মন্দের কথা। বলছিল জগতের বেশিরভাগ ক্ষেত্রে ভালো হলো মিলিয়ে যাওয়া। মানে তাল মেলানো। মধ্যপন্থা অবলম্বন। যেখানে বিদ্রোহ নেই। নেই শাশ্বত মুক্তির গান। অনির্বাণ হয়ে জ্বলে থাকা। ব্যভিচারিণী থেকে খুনি ব্যক্তিটি সত্যকে এড়িয়ে যাবেনা। ভালো মানে শুধু দেহের ভালো নয়। মনের ভালো। মনের ঘরে তালা আঁটা থাকলে, জীবাত্মা আর মানবাত্মার সন্ধান না পেলে সেই ভালো আর খুঁজে পাওয়া যাবেনা। এখানে বিসর্জন দিতে হবে স্বার্থকে। লালন করতে হবে ক্ষমাকে। প্রতিনিয়ত মনের ক্ষেতে যে আগাছা জন্মায় তাকে নিড়ানি দিতে হবে। সম্পর্কের বণ্টনে ভালোবাসাকে এক পেশে কর লেভালো ঘনীভূত হয় অপর কে জাগায় না, মুক্তির স্বাদ কেউই সহজে পায়না। সাধনা বড্ড জরুরি। ইহা ছাড়া কিছুই অর্জন হয়না। চাদর থাকবে একটি। উষ্ণতা পাবে সকলেই। কারো উপকার না হোক ক্ষতি যেন না হয়। ঐ যে ইট, পাথরের দেয়াল ওর মাঝেও একটা সুপ্ত প্রাণ আছে। একটা আত্মকাহিনী আছে। ভালো কখনো কষ্ট দেওয়ার কথা চিন্তাও করেনা। (চলবে)

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com