সোমবার, ০৬ মে ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে- মনোরঞ্জন শীল গোপাল দিনাজপুরে ক্যানেল পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন জীবনের ঘাত-প্রতিঘাত উপভোগের মানসিকতা থাকতে হবে দিনাজপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ  কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ মহিলা কলেজ        রংপুরে সুজনে’র বিভাগীয় মতবিনিময় পরিকল্পনা সভা  অনুষ্ঠিত পীরগঞ্জের ধর্মদাসপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা আহত-৫ দিনাজপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ছাগল বিতরণ  ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন পারুল রায় ও নার্গিস

ঘোড়াঘাটে বোরো ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে হিমশিম খাচ্ছে খাদ্য বিভাগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৫২৭ বার পঠিত
কৃষক ও মিলারদের ধান চাল দেওয়ার হিড়িক না থাকায় ঘোড়াঘাটে খাদ্যগুদাম মুখ থুবড়ে পড়ে আছে। ছবি- বজ্রকথা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ।- কৃষকের ধানের ন্যায্য মূল্য প্রদান, চালের বাজার মূল্য স্থিতিশীল রাখা ও আপতকালীন মজুদ গড়ে তোলার জন্য সরকারের খাদ্য বিভাগ চলতি বোরো মৌসুমে প্রায় ২০ লাখ টন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। শুধু দিনাজপুরের ঘোড়াঘাট থেকেই এই লক্ষ্যমাত্রা বোরো ধান ১ হাজার ৮’শ ৫৭ টন আর চাল ১ হাজার ৯২ টন।
অথচ সরকারি ভাবে ধান সংগ্রহের শুরু ২ মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও ঘোড়াঘাট উপজেলায় এখ পর্যন্ত মাত্র ১ হাজার ১’শ ১৯ টন ধান ও ৬’শ ১৪ টন চাল সংগ্রহ করতে পেরেছে খাদ্য বিভাগ।
সরজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার ঘোড়াঘাট খাদ্য গুদামে বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ রয়েছে ৩’শ ৬৫ টন। ক্রয় হয়েছে ২’শ ৩৩ টন। চাল ক্রয়ের নির্ধরণ রয়েছে ৬’শ ১৩ টন। ক্রয় করা হয়েছে ৩০ টন।
ডুগডুগি খাদ্য গুদামে ধান ক্রয়ের নির্ধারণ রয়েছে ৬’শ ১ টন। ক্রয় হয়েছে ৩’শ ৩৭ টন। চাল ক্রয়ের নির্ধারণ রয়েছে ২’শ ২৯ টন। ক্রয় হয়েছে ৩৪ টন।
হরিপাড়া খাদ্য গুদামে ধান ক্রয়ের নির্ধারণ রয়েছে ৪’শ ৪১ টন। ক্রয় হয়েছে ২’শ টন। চাল ক্রয়ের নির্ধারণ রয়েছে ৫’শ ৫০ টন। ক্রয় হয়েছে ১’শ টন।
রানীগঞ্জ খাদ্য গুদামের ধান ক্রয়ের নির্ধারণ রয়েছে ৪’শ ৫০ টন। ক্রয় হয়েছে ৩’শ ৪৯ টন। ধান ক্রয়ের নির্ধারণ রয়েছে ৬’শ টন ক্রয় হয়েছে ৪’শ ৫০ টন।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান চাল সংগ্রহের সময় রয়েছে। এবার বাজার ভালো হওয়ায় কৃষক সরকারের কাছে ধান বিক্রিতে নিরুতসারিত হয়েছে। এ ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ নেয় খাদ্য বিভাগ ও প্রশাসন।
চাল সংগ্রহের বিষয় নিয়ে কতিপয় মিল চাতাল মালিকদের সাথে কথা বলে জানা গেছে সরকার প্রতি কেজি চালের মূল্য দিবে ৩৬ টাকা। বর্তমান ধানের বাজার বেশি হওয়ায় তাদের সব মিলিয়ে খরচ পরছে ৩৮ টাকা। এতোবড় লোকশানের আশঙ্কায় তারা দিশেহারা হয়েছে। তাছাড়া চলতি মৌসুমে বৈরি আবহাওয়া আরো বড় ধরণের সমস্যা সৃষ্টি করেছে। এসব মিল চাতাল মালিকদের দাবি। সরকার এসব ব্যবসায়ীদের কথা চিন্তা করে প্রতি কেজি চাল ৩৭ টাকা নির্ধারণ করলেও তারা কিছুটা হালকা লোকসানের মধ্যেই চাল সংগ্রহ করতে পারতেন।
ব্যাংক ঋণের টাকায় এসব ব্যবসায়ী না পারছে চাল দিতে না পারছে জামানত হারিয়ে সরে আসতে। তবে অনেক মিলার বড় অঙ্কের লোকসানের হাত থেকে বাঁচতে তাদের জামানতের টাকা ছাড় দিতেও রাজি। তবে তাদের ভয় পরবর্তী বছরে ব্যবসায় যদি তাদের কালো তালিকাভুক্ত করা হয়।
এব্যাপারে উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাছ হোসেন সরকারের সাথে কথা হলে তিনি জানান, চলতি বোরো মৌসুমে ঘোড়াঘাট উপজেলায় ১০ হাজার ৫’ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ফলন ভালো হওয়ায় এবং বাজারে কৃষকরা বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকরা আগামীতে আরো বোরো চাষে আগ্রহী হয়ে উঠবে।
এদিকে কিছু কিছু মিলার ও কৃষকের সাথে কথা বলে জানা গেছে, কিছু গুদাম কর্মকর্তাদের অসদাচারন ও অতিরিক্ত উৎকোষের কারণে অনেক মিলার ও কৃষকরা খাদ্যগুদাম গুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। গুদামগুলিতে যতটুকু ধান সংগ্রহ হয়েছে তা সরাসরি কৃষকের কাছ থেকে না নিয়ে কিছু নির্দিষ্ট মিলারের কাছ থেকে ধান নেওয়া হচ্ছে। ধান ব্যবসায়ীরা খাদ্যগুদামে বসে কৃষকদের তালিকা দেখে এসব ধান খাদ্য গুদামে দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com