মো.বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি।- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন ধারায় মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৬ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার সাচনা বাজার মনিটরিং, সংক্রমণব্যাধি প্রতিরোধ, সামাজিক দূরত্ব বজায় রাখা ও বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স এবং অগ্নি নির্বাপক যন্ত্র রাখার পরামর্শ দেন। পাশাপাশি সরকারি রাস্তায় অবৈধভাবে দখলকৃত দোকানদারকে ভিন্ন ভিন্ন ধারায় জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত দেব।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রেদোয়ানুল হালিম ও জামালগঞ্জ থানার এস আই আব্দুল বাতেন সহ সঙ্গীয় ফোর্স।
এসময় বিভিন্ন ধারায় ১২ মামলায় একাধিক প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা ও দন্ডবিধি ১৮৬০/এর ১৮৬ ধারায় পশ্চিম কালীপুর গ্রামের মৃত রহিছ আলীর ছেলে আব্দুল মুতালিবকে ৩ মাস, এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫/৬ এর (গ) ধারায়
উত্তর কামলাবাজ গ্রামের মৃত শেখ ফরিদের ছেলে আবুল হোসেন ও শরৎপুর গ্রামের মো নবী হোসেনের ছেলে মোঃ সুহেল মিয়াকে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকার বদ্ধপরিকর। তাই সামাজিক দূরত্ব, বাজারে শৃঙ্খলা, সুষ্ঠু পরিবেশ বজায় না রাখা ও হাঁস মুরগি বিক্রির দোকানের সামনে খোলামেলা বিট ফেলে রেখে পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করায় তাদের কে উপরোক্ত ধারায় দণ্ডাদেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের অভিযান উপজেলার সবকটি বাজারেই পর্যায়ক্রমে চলবে।
Leave a Reply