সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

আজ রাতে জাতিসংঘে সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৮ বার পঠিত

আজ শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় জাতিসংঘের ৭৫তম বার্ষিক সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।এটা হবে তাঁর টানা দ্বাদশতম ভাষণ।জাতিসংঘ সচিবালয় সূত্রে প্রকাশ, জাতিসংঘের আর কোনো সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট অথবা সরকার প্রধানের ভাষণ দেওয়ার এমন রেকর্ড নেই।জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা গত বৃহস্পতিবার জানান, ভিডিওতে ধারণকৃত প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারিত হবে ভার্চুয়াল এ অধিবেশনে। তিনি দিবসের পঞ্চম বক্তা। সকাল ৯টায় শুরু দ্বাদশ প্লেনারি মিটিংয়ের প্রথম বক্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বক্তা রয়েছেন যথাক্রমে মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ কুমার জগনাথ, আন্দোরার সরকারপ্রধান জেভিয়ার ইসপট জামোরা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। শেখ হাসিনার পরের বক্তারা হলেন ফিজির প্রধানমন্ত্রী জসাইয়া, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন মুহাম্মদ ইয়াসিন, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী আক্কা মোহা সেনা পাডেই টিকো হুন সান, নরওয়ের প্রধানমন্ত্রী ইরনা সোলবার্গ, সলোমন আইল্যান্ডের প্রধানমন্ত্রী মানাশেহ সোগাভারে, জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস, সামোয়ার প্রধানমন্ত্রী টুইলাপে সেলিলা ম্যালিয়েলেগাওয়াই, লিসোথোর প্রধানমন্ত্রী ময়েকেটসি মাজোরো, সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফ্যান লফভেন, গ্রেনেডাইন্সের প্রধানমন্ত্রী রালফ গঞ্জালেভস, লাউয়ের প্রধানমন্ত্রী থঙ্গলু সিসুলিথ, বেলজিয়ামের প্রধানমন্ত্রী সোফিয়া উইলিস, আয়ারল্যান্ডের মাইকেল মার্টিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com