মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ক একীভূতের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন পীরগঞ্জে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে মুখ খুলছেনা ভোটার শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে- মনোরঞ্জন শীল গোপাল দিনাজপুরে ক্যানেল পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন জীবনের ঘাত-প্রতিঘাত উপভোগের মানসিকতা থাকতে হবে দিনাজপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ  কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ মহিলা কলেজ        রংপুরে সুজনে’র বিভাগীয় মতবিনিময় পরিকল্পনা সভা  অনুষ্ঠিত পীরগঞ্জের ধর্মদাসপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা আহত-৫

রংপুরে করোনা পরিস্থিতি ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫৩ দশমিক ৩১ শতাংশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১৭৪ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুর বিভাগে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সংক্রমণের হার অতীতের সব রেকর্ড ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৩১ শতাংশে। সরকারি বিধি নিষেধ না মানায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে রংপুরের সচেতন মহল। তারা অতিদ্রæত এই পরিস্থিতি উত্তরণে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে কঠোর হওয়ার আহŸান জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে করোনা সংক্রমণের হার কমানো যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার প্রায় ৫৩ দশমিক ৩১ শতাংশ। এক দিন আগে ছিল ২৫ শতাংশ। ২৪ ঘণ্টায় ৮৪৬ জনের জনের পরীক্ষা করে ৪৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৩ লাখ ১৭ হাজার ৯৬৭ জনের দেহে করোনা পরীক্ষা করে ৫৮ হাজার ৯০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৭৯০ জন।
এদিকে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। রবিবার সকাল পর্যন্ত বিভিন্ন জেলার হাসপাতালে ৮৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যে সাধারণ বেডে ৬৫ জন, আইসিইউ বেডে ১৪ জন এবং এইচডিইউ বেডে ৮ জন চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীদের প্রায় অর্ধেক দিনাজপুরে। দিনাজপুর হাসপাতালে ৩৭ রোগী চিকিৎসা নিচ্ছেন।
রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও বিভাগের ৮ জেলায় বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ৭৭৮ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে মৃত্যু না হলেও এপর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ২৫৫ জনের।
এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম লেলিন। তিনি জানান, রংপুর বিভাগে শনাক্তের হার এটাই সর্বোচ্চ। ভবিষ্যতে সংক্রমণ নিয়ন্ত্রণে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com