মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ক একীভূতের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন পীরগঞ্জে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে মুখ খুলছেনা ভোটার শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে- মনোরঞ্জন শীল গোপাল দিনাজপুরে ক্যানেল পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন জীবনের ঘাত-প্রতিঘাত উপভোগের মানসিকতা থাকতে হবে দিনাজপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ  কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ মহিলা কলেজ        রংপুরে সুজনে’র বিভাগীয় মতবিনিময় পরিকল্পনা সভা  অনুষ্ঠিত পীরগঞ্জের ধর্মদাসপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা আহত-৫

লবণাক্ততার কারনে নারীরা সুস্থ সন্তান জন্ম দিতে পারছেনা – উপমন্ত্রী হাবিবুন নাহার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৪৫ বার পঠিত

মোংলা থেকে মো. নূর আলমঃ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে নারীরা সবচেয়ে বেশি সমস্যায় ভোগে। অতিরিক্ত লবণাক্ততার কারনে উপকূলের নারীরা সুস্থ সন্তান জন্ম দিতে পারছেনা। জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনের ক্ষতি হচ্ছে। সুন্দরবনে গাছের রূপের পরিবর্তন হচ্ছে। জেলা পরিষদের পুকুর শুধুমাত্র রাজস্ব আদায়ের লক্ষ্যে বরাদ্দ দেয়া যাবেনা। পানির অপচয় বন্ধ করতে হবে। নিরাপদ পানির সংকট সমাধানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ৭ জুলাই বৃহস্পতিবার সকালে ব্রাক জলবায়ু পরিবর্তন কর্মসুচির আয়োজনে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে ”বৃষ্টির পানি আহরণ করে সূপেয় পানি সরবরাহ এবং জলবায়ু সক্ষমতা অর্জন” প্রকল্প’র অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ব্রাক’র জলবায়ু পরিবর্তন কর্মসুচির পরিচালক ড. মো. লিয়াকত আলী। সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ডেনমার্কের রাস্টদূত উইনি পিটারসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার ও থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম। এছাড়া প্রকল্প অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বাপা নেতা মো. নূর আলম শেখ, মংলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ’র অধ্যক্ষ মো. সেলিম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম প্রমূখ। প্রকল্প অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন সহকারি পুলিস সুপার মো. আসিফ ইকবাল, শিক্ষাবিদ সুনীল কুমার বিশ^াস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই, অধ্যক্ষ আবু সাইদ খান, মোংলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল প্রমূখ। উল্লেখ্য ব্রাক মোংলা উপজেলায় তিন বছর মেয়াদে নিরাপদ খাবার পানি সরবরাহ করবে। এই প্রকল্পের ফলে ৭০ হাজার মানুষ উপকৃত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com